আলিয়া ভাট এবং রণবীর কাপুর: প্রেম থেকে পরিনয়
আলিয়া ভাট আর রণবীর কাপুরের বিয়ে কোনো রূপকথার গল্প থেকে কম নয়। বিয়ের দিন তাঁরা হয়ে উঠেছিলেন যেন রূপকথার জুটি। তাঁদের বিয়েতে আড়ম্বর বা চাকচিক্য ছিল না। রণবীর পরিবারের প্রায় সব প্রথা মেনে আলিয়াকে কাপুর পরিবারের বউ করে নিয়ে আসেন। ‘বাস্তু’ আবাসনে সুখের সংসার পেতেছেন আলিয়া আর রণবীর। এই আবাসন তাঁদের প্রেমের নানান রঙিন মুহূর্তের সাক্ষী হয়ে আছে। বলিউডের এই নবদম্পতির বিয়েকে ঘিরে নানান খবর এখনো শোনা যাচ্ছে।
Read More