ইলুমিনাতি – এক গুপ্ত সংঘের অজানা ইতিহাস
ইলুমিনাতির কথা আমি সর্বপ্রথম জানতে পারি ক্লাস এইটে হুমায়ুন আহমেদের লেখা এক গল্পের বইতে। পরবর্তীতে ইন্টার ফার্স্ট ইয়ারের যখন উঠলাম, প্রচুর পরিমানে ইংলিশ মুভি দেখা শুরু করলাম। অনেক হরর মুভিতে ইলুমিনাতির কথা বলা আছে। তখনও স্রেফ এটা কল্পকাহিনী ভেবে এড়িয়ে গিয়েছি। আর বর্তমানে ফেইসবুকের কল্যানে বিস্তারিত জানলাম। এরপর ইউটিউব, ইলুমিনাতির অফিসিয়াল ওয়েবসাইট, নেট সবকিছু ঘাটাঘাটির পর দেখলাম ইলুমিনাতির হাতেই পুরা দুনিয়ার কন্ট্রোল।
Read More