সম-আলোচনার সমালোচনা সমাচার
একটা সময় ছিলো সমালোচনা সবাই করতে চাইতো না। লেখালেখি করার চাইতে সমালোচনা করা ছিলো অনেক কঠিন। কিন্তু সময় পাল্টেছে, আমরা এখন 4G থেকে 5G তে প্রবেশ করছি। অবশ্য 4G যদিও 3G এর সমান স্পিডও ঠিকমতো দিচ্ছেনা। যাকগে আসল কথায় ফিরে আসি। বর্তমানে আমাদের দেশের সমালোচনা হচ্ছে শিবরাম চক্রবর্তীর উক্তির মতো – ‘যার মধ্যে আলোর ভাগ অল্প, চোনার ভাগ বেশি।’
Read More