চুক্তির প্রাথমিক ধারনা
চুক্তিকারী পক্ষঃ কে চুক্তি করছে? উপর কারো নাম লেখা আছে মানেই এই না যে আসলে সেই চুক্তি করছে। এমন চুক্তিও দেখেছি, উপরে দুই কোম্পানীর নাম লেখা, মেজর-কর্নেলদের উল্লেখ আছে, ভেতরে চেক করলে দেখা যায় এন্ড অফ দি ডে আসলে চুক্তি করছে জনৈক চেরাগ আলি (রূপকার্থে)। স্থান-কাল-পাত্র-জটিলতাঃ মাসে তিন হাজার, আর মাসে আঠারো লাখ টাকা ভাড়ার চুক্তিপত্রের ধরন ডেফিনিটলি সম্পূর্ন ভিন্ন হবে।
Read More