মানুষ মানুষের জন্য
সিলেটের পাশে আছি আমরা, আপনিও থাকতে পারেন। যারা ইচ্ছা পোষণ করছেন কিন্তু এখনো সাহায্য পাঠানোর মাধ্যম পাচ্ছেন না বিশেষ করে যারা আমাদের অবিনাশ ম্যাগাজিনের নিয়মিত পাঠক – পাঠিকা আছেন। এছাড়া আমাদের অবিনাশের ফেইসবুক লিষ্টে যুক্ত কৃষিবিদ বন্ধুরা, ব্যবসায়ী বন্ধুগণ, সিনিয়র ভাইয়া, আপুরা, সম্মানিত শিক্ষকমণ্ডলী সকলের প্রতি বিশেষ অনুরোধ। তাছাড়াও যে কেউ আমাদের পেইজের বিকাশ অথবা নগদ (পার্সোনাল) একাউন্ট নাম্বারে সহায়তা পাঠাতে পারেন। মনে রাখবেন একজনের ৫০/- কম মনে হলেও ১০০০ জনের ৫০/- একসাথে হলে কিন্তু অনেক টাকা।
একদিন না হয় বিকালের নাস্তার টাকাটা কারও একবেলার ভাত খাওয়ার জন্যই দান করলেন! ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যার পানিতে নিমজ্জিত ও গৃহহীন সিলেটের প্রায় প্রতিটি উপজেলার মানুষ। বন্যা দূর্গতদের সাহায্যে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল বিত্তশালী হৃদয়বান ব্যাক্তিবর্গকে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুরের মানুষকে দ্রুততম সময়ের মধ্যে দুর্গত এলাকা থেকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার জন্য প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি।
সাহায্য পাঠানোর মাধ্যম –
বিকাশ – ০১৭৮৮ ১১১১০৫
নগদ – ০১৬৮৪ ১৭৫৫৫১
মানুষ মানুষের জন্য। আসুন এই দূর্দিনে আমরা সকলে সিলেটবাসীর পাশে দাঁড়াই।