নিঃশব্দ শব্দের খোঁজে
বহুদিন আগের কথা। সদ্য বিবাহিত এক বন্ধুকে কল করলাম কোন এক কাজের বিষয়ে আলাপের উদ্দেশ্যে। কথার এক পর্যায়ে ভাবী কেমন আছে জিজ্ঞাস করতেই, খুব মন মরা হয়ে বলল,
– “এই তো দোস্ত, চলছে আর কি।”
আমি বললাম,
– “চলছে মানে? প্রেম করে, বাসার কেউ রাজী না তার পরেও শত বাধা পেরিয়ে বিয়ে করলি। আর এখন বলছিস চলছে। কোন সমস্যা?”
তাতে বন্ধু আমার যা বললো শুনে মেজাজটাই বিগ্রে গেলো। সরাসরি কিছু না বললেও আমি ষ্পষ্ট বুঝতে পারলাম, দোষ আমার বন্ধুরই। ভালবাসার মানুষকে বিয়ে করে ঘরে এনেছে ঠিকই। কিন্তু কিঞ্চিৎ অবহেলার ছাপ ষ্পষ্ট। আমার বন্ধু বলে আমি তাকে ছেড়ে দেবো, প্রতিবাদ করবো না। এ হতেই পারে না। যারা আমার খুব কাছের, খুব আপন তারা মাত্রই জানে আমি কি পরিমান চাঁছাছোলা প্রকৃতির কথা বলুইয়ে ছেলে।
আমি আমার ঐ বন্ধুটিকে খুব শান্ত অথচ ষ্পষ্ট করে যে কথাগুলো বললাম তা নিম্ন রূপ,
– “দোস্ত, ইংরেজিতে একটা কথা আছে – “If you can’t make your wife happy, then there are hundreds out there to make her happy and feel special. So act, before it’s too late. Remember, she is a gift to you from Allah. Don’t just let your ego destroy this relation.”
একবার আমিই লিখেছিলাম – “প্রতিটা ভালোবাসার সম্পর্কের শেষ হবার ঠিক আগের সময়টা শীতকালের পাতাঝরা গাছের মতো হাহাকার ধারন করে। অবশেষে সেই তোলপাড় করা ভালবাসার সম্পর্কের ইতি ঘটে অনেক করুন ভাবে, এক বুক হাহাকার আর ব্যথার তীব্রতা নিয়ে। তাই হয়ত কোন এক দূর্বল মূহূর্তে দুজনেরই মনে হয়, এই সম্পর্কটা কখনো শুরু না হওয়াই ভালো ছিলো। অন্তত কোন অসম্পর্কে কোনদিন সম্পর্ক ভাঙ্গার ভয় থাকেনা।“ এখন বুঝতে পারলাম, কথাটা খুব বেশী সত্য।
আমার এই সামান্য লেখা পরে যদি ভেঙ্গে যাওয়া রিলেশনগুলো আবার জোড়া লাগে, যদি আবার তাদের সম্পর্ক প্রান ফিরে পায় তবেই ভালো লাগবে। যদি কখনো বুঝতে পারেন, সম্পর্কের গায়ে ঘুন পোকা বসে কাটতে শুরু করেছে তাহলে বলবো, “সব কিছু ছেড়ে ছুঁড়ে দুজনে ঘুরে আসুন কক্সবাজারের সমুদ্র সৈকত হতে। কিংবা সাজেক ভ্যালীর মতো নির্জন কোন স্থানে। না হয় নাইবা দেয়া হলো ফেইসবুকে চেক ইন, নাইবা হলো মোবাইলে অফিসের কাজের আলাপ। কোন এক পরন্ত বিকেলে চায়ের কাপ হাতে দুজনে মুখোমুখি বসে একে অপরের মনের দেয়ালে ভালোবাসার কালি দিয়ে লিখুন না বলা কথা। পরিশেষে একটাই চাওয়া, ভালো থাকুক কাপলগুলো। জয় হোক তাদের ভালবাসার। Sometime we need to Disconnect to reconnect.”
মূল লেখাঃ ১৯/০২/২০১৭, ১১.১৫ PM
ব্লগে প্রকাশঃ ১২/০৬/২০২২, ০৯.০০ AM