আন্তর্জাতিকভ্রমন

জাপান নামা

নাক বোঁচা আর ছোট ছোট চোখের মানুষের দেশে এসে নিজেকে গ্যালিভার বলে মনে হচ্ছে। মাত্র তিন দিনেই আমি নাক বোঁচাদের দেখে দেখে দেশের ষোড়শী কইন্যাদের বহুত মিস করছি। হায়রে বঙ্গ ললনা, ধিক্কার তোমাদের। পারলেনা আমার মতো সুদর্শন যুবককে তোমাদের বাহুডোরে বাঁধতে। ধরে রাখতে এই বঙ্গ দেশে। আজ আমি বহুদূরের সূর্যদোয়ের দেশ জাপানে।

ওহ বঙ্গ ললনাদের রূপের পাশা পাশি তাদের বাংলা ভাষাও মিস করছি খুব। এখনতো আমার দিন শুরু হয় “ওহাইও” আর সন্ধ্যা হয় “কন্নিচুয়া” দিয়ে। কখনো সখনো যদি ভুল করে কোন স্কুলগামী কইন্যার সঙ্গে ধাক্কা লাগে তবে আমার যত ভুলই হোক না কেন উল্টো তাদেরকেই বলতে শুনি,

– “সুমিমাসেন, গুমেন্নেসাই।”

এমন আরো নানা পদের চেং বেং যার বেশির ভাগই আমার বোধগম্য নয়। আজকে আমার জাপান ভ্রমনের এটুকুই। সামনে আরো লেখা নিয়ে হাজির হবো। সেই অব্দি সবাইকে, “সাইওনারা”। 


জাপান সম্পর্কে অন্যান্য লেখা পড়ুন –


শব্দার্থ সমূহ –

 ওহাইও – শুভ সকাল

কন্নিচুয়া – শুভ সন্ধ্যা

সুমিমাসেন – জনাব

গুমেন্নেসাই – ক্ষমা প্রার্থী

সাইওনারা – বিদায়

প্রথম লেখাঃ ২৮/০৮/২০১২, ০৮.৫৫ PM

ব্লগে প্রকাশঃ ১১/০৪/২০২২, ১১.৪০ PM

Shamim Rony

পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার। খুব কাঠখোট্টা বিষয় নিয়ে বসবাস। চেষ্টা করি সমস্যার গভীরে যেয়ে ডুবুরীর মুক্তা আরোহনের মতোই সমস্যার সমাধান খুঁজে বের করে আনতে। জানার আগ্রহ প্রবল। এখনো নিজেকে এই বিশ্ব ভ্রম্মান্ডের ছাত্র বলেই মনে করি। টেকনোলজি ভালোবাসি, সেই সাথে ভ্রমন পিপাসুও বটে। টেক দুনিয়ার হাল-চাল, বিদেশী অনুবাদ ও বিদেশ ভ্রমনের অভিজ্ঞতার রসদ সম্বল করেই কলম ধরেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *