আইন ও আদালতবাংলাদেশ

আইন জ্ঞান (তৃতীয় পর্ব)

১০) টাকাই সবঃ একটা বয়সে পৌছে বাবা-মায়েরা যে সন্তান বেশী আয় করে এবং টাকা বেশী দেয়, তাকেই বেশী গুরুত্ব দেন।

১১) প্রিয় পাত্রঃ অনেক সময় কিছু বাবা – মা’র প্রিয় কোন সন্তান থাকে, যাদের সাত খুন মাফ। আপনারা যত চেষ্টাই করেন না কেন, যত সাফল্যই অর্জন করেন না কেন, সেই সন্তানের স্থান দখল করতে পারবেন না বা তাদের সেই ভালবাসায় ভাগ বসাতেও পারবেন না।

১২) বৈধ অর্জনঃ কখনো কাউকে ঠকানোর চেষ্টা করবেন না। জেনে রাখা ভালো, সম্পত্তি মেরে খাওয়া বা অবৈধ ভাবে দখল করে রাখার চেয়ে বৈধ পথে সম্পত্তি অর্জন করা অনেক বেশী সহজ ও নিরাপদ।


আইন সম্পর্কে আরো লেখা পড়ুন –


১৩) সাধু সাবধানঃ বাবা মা যদি কেবল তোমার ঘাড়েই দায়িত্ব চাপায় আর অন্য ভাই বোনেরা গায়ে ফু দিয়ে ঘুরে বেড়ায়, সাবধান হন। আস্তে আস্তে ব্যাপারটার পরিবর্তন আনুন। নাহলে এক সময় তারা আপনাকে পেয়ে বসবে।

১৪) লোভে পাপঃ গুড়ের আশায় ভাই বোনের সম্পত্তির কেয়ারটেকার হতে যাবেন না। যার সম্পত্তি তাকেই তা দেখার দায়িত্ব দিন। তা না হলে দিন শেষ কিছু না করেও চোর ডাক শুনতে হতে পারে।

১৫) মিথ্যে আশ্বাসঃ বাবা মা যদি কখনো বলে ‘সব সম্পত্তি তো তুইই খাবি’, সাবধান। গাধার সামনে মূলা ঝোলানোর গল্পটা স্বরন রাখবেন। এমন আশ্বাস আপনার আগেও অনেক বাবা-মা তাদের সন্তানদের দিয়ে কবরে গেছেন।

০৯/০৫/২০২২, ০৯.৩০ AM

Kazi Wasimul Haque

পেশায় আইনজীবি। কোর্ট প্র্যাক্টিসের পাশাপাশি আইনের বিভিন্ন দিক নিয়ে লিখতে ভালোবাসি। আমি কাজী ওয়াসীমুল হক, বর্তমানে সুপ্রিম কোর্ট এ প্র্যাক্টিস করছি। সেই সাথে আমি ওয়াসীমুল হক এন্ড অ্যাসোসিয়েটস্‌ এর প্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *