বাংলাদেশ

ইমার্জেন্সি শর্টকোডঃ বাংলাদেশ

হ্যালো ৯১১, এটা আমরা সবাই জানি। হ্যা এটা আমেরিকার ইমার্জেন্সি শর্টকোড। অনেকে বলেন, আহারে আমাদের দেশেও যদি এমন শর্টকোড থাকত। কিন্তু আমরা অনেকেই জানি না আমাদের দেশেও শর্টকোড আছে। মজার বিষয় হচ্ছে আমরা কেউ জানার চেষ্টাও করিনি। বাংলাদেশে বর্তমানে জাতীয় পর্যায়ে ৩৫ টি শর্টকোড রয়েছে। ব্লগার পাঠকদের জন্যে নিচে দেয়া হলো।

১। পুলিশ ১০০

২। র‍্যাব ১০১

৩। ফায়ার সার্ভিস ১০২

৪। জাতীয় তথ্য বাতায়ন ১০৪

৫। শিশু সহায়তা ১০৯৮

৬। নারী ও শিশু নির্যাতন ১০৯/১০৯২১

৭। জাতীয় পরিচয়পত্র    ১০৫

৮। সরকারী আইন সেবা ১৬৪৩০

৯। দুর্যোগের আগাম বার্তা         ১০৯৪১

১০। ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস – ৯৯৯

১১। তথ্য সেবা ৩৩৩

১২। কৃষি কল সেন্টার (১৬১২৩)

১৩। জাতীয় মহিলা সংস্থার তথ্য আপাকে জিজ্ঞাসা ১০৯২২

১৪। কল সেন্টার (তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি) ১৬৪৯৬

১৫। নারী ও শিশু নির্যাতন অথবা পাচারের ঘটনা প্রতিরোধে কল সেন্টার ১০৯

১৬। অ্যাম্বুলেন্স ১৬২৬৩ অথবা ১০৩

১৭। কৃষক বন্ধু ফোন সেবা ৩৩৩১

১৮। বিটিসিএল কল সেন্টার ১৬৪০২

১৯। কৃষি কল সেন্টার ১৬১২৩

২০। সরকারি আইনগত সহায়তায় জাতীয় হেল্প লাইন ১৬৪৩০

২১। তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ১৬১২৩

২২। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) ১৬৫২৩

২৩। জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডএসএল) ১৬৫১১

২৪। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পি জি সি এল) ১৬৫১৪

২৫। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) ১৬৫১২

২৬। সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড (এসজিসিএল) ১৬৫৩৯

২৭। বাংলাদেশ ব্যাংকের গ্রাহক অভিযোগ হট লাইন ১৬২৩৬

২৮। জাতীয় মানবাধিকার কমিশন হেল্পলাইন ১৬১০৮

২৯। দুর্নীতি দমন কমিশন হেল্পলাইন ১০৬

৩০। সুখী পরিবার কল সেন্টার ১৬৭৬৭

৩১। দুর্যোগ প্রারম্ভিক সতর্কতা (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়) ১০৯০

৩২। দুর্যোগ সংক্রান্ত আগাম সতর্কতা ১০৯০

৩৩। নির্যাতনের শিকার নারী ১০৯২১ ও ১০৯২২

৩৪। আইনি সহায়তা ১৬৪৩০

এর মধ্যে ১০৫ এ ফোন করলে সব ধরনের তথ্য পাওয়া যাবে।

১৮/০৪/২০২২, ১১.১৫ AM

তথ্যসূত্রঃ

১। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

N-Desk

ন্যাশনাল ডেস্ক যা কোথাও কোথাও N-Desk নামেও পরিচিত। এই ডেস্ক থেকে অবিনশ ব্লগে বাংলাদেশের চলমান ঘটনা তুলে এনে পেশ করা হয়ে থাকে। আপনিও চাইলে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে আমাদের লিখে পাঠাতে পারেন সম্প্রতি ঘটে যাওয়া যে কোন তথ্য কিংবা ঘটনা সম্পর্কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *