যুক্তিযুক্ত দিবস
মাত্র মাস তিনেকের জন্য জাপানে আগমন। উদ্দেশ্য ঘুরে বেরানো। নতুন দেশ, নতুন ভাষা তাই ধীরে ধীরে মানিয়ে নেয়া এবং ভাল লাগার জিনিস খুঁজতে থাকার মধ্যে দিয়েই পার হচ্ছে সময়। বরাবরের মতো এখানেও আমার হরেক রকমের জিনিসের প্রতি আকর্ষণ দেখা দিচ্ছে। কিছু দেখলে আর শুনলে তা গভীরভাবে জানতে ইচ্ছে করে। আর এই অহেতুক আগ্রহের ফল স্বরূপ অনেক ছোট ছোট মজার জিনিস স্বল্প সময়ে জানতে পেরেছি।
Read More