সাধু সাবধান
আজকাল প্রতিটি ঘরেই স্যাটেলাইট কানেকশন রয়েছে। সারাদিন সিরিয়ালে দেখা যায় ‘সুন্দরী’ প্রদর্শণক্ষম মেয়েদের মূল্য, আকর্ষণ। ‘সিক্সপ্যাক’ শব্দটা আগে শোনা যেতনা, এখন ছেলেরা সিক্স প্যাক অর্জনের যন্ত্রণায় অস্থির থাকে। যতই জ্ঞানীগুণী আর হুজুরের পরিবার হোক, এখনকার কিশোর-কিশোরীরা এগুলো অবশ্যই অবশ্যই জানে – এগুলোই তাদের চারপাশ। তাদের এফএম রেডিও সারাদিনই প্রেমের গানে, প্রেমের আলাপ, লাভগুরুতে ভরপুর থাকে। ফ্রেন্ডসদের আড্ডাবাজির এসএমএস পড়ে শোনায়।
Read More