বন্ধুর বন্ধুত্বতা
বন্ধু তো অনেক আছে কিন্তু সবাই কি আর বেষ্ট ফ্রেন্ড বা ঘনিষ্ট বন্ধু হতে পারে? সবাই কি আর আপন, আত্নার আত্নীয় হয়? আপন জন, বেষ্ট ফ্রেন্ড, আত্নার আত্নীয় হতে কিন্তু যোগ্যতাও লাগে। যেমন যোগ্যতা লাগে, স্কুল-কলেজ-ভার্সিটিতে ভর্তি হতে কিংবা চাকুরি পেতে। এপর্যন্ত দেখা ও অভিজ্ঞতা থেকে বলছি, স্কুলের ফ্রেন্ডরাই বেষ্ট, ১০০% বিশুদ্ধ। কলেজের ফ্রেন্ড গুলা ৭০% বিশুদ্ধ আর বাকি ৩০% ভেজাল।
Read More