Day: 23/04/2022

ইসলামধর্ম

অসুস্থ, অক্ষম ও সফররত অবস্থায় রোজার বিধান

শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও সক্ষম, স্বাভাবিক জ্ঞানসম্পন্ন, সাবালক সব মুসলমান নারী ও পুরুষের জন্য রমজানে পূর্ণ মাস রোজা পালন করা ফরজ। আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের যারা রমজান মাস পাবে, তারা যেন রোজা পালন করে। আর তোমাদের যারা পীড়িত থাকবে বা ভ্রমণে থাকবে, তবে অন্য সময়ে তা এর সমপরিমাণ সংখ্যায় পূর্ণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তিনি তোমাদের প্রতি কঠিন করতে চান না।

Read More
বিনোদন

রাজীব মণি দাস রচিত ৭ পর্বের ঈদের নাটক ‘বিয়াই সাব’

স্বপ্নের কারিগরের ব্যানারে নির্মিত ঈদ-উল-ফিতরে বাংলা টিভির আয়োজনে থাকছে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘বিয়াই সাব’। রাজীব মণি দাসের রচনা এবং মীর সাখাওয়াত ও জাদু ফরিদের যৌথ পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আ.খ.ম হাসান, তানহা তাসনিয়া, রাশেদ মামুন অপু, দোলন দে, ফারজানা ছবি, তারিক স্বপন, আফরোজা হোসেন, নিথর মাহবুব প্রমুখ। নাট্যকার রাজীব মণি দাস বলেন, ‘ঈদের নাটকে চমক থাকা চাই, এই নাটকেও নানা ধরনের চমক আছে।

Read More
বাংলাদেশ

নিউমার্কেট শপিংমলঃ ক্রেতা হয়রানীর শীর্ষে

গত ১৯/০৪/২০২২ ইং তারিখে ঢাকা নিউ মার্কেট এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। মূহুর্তেই উত্তপ্ত হয়ে উঠে রাজধানীর নিউ মার্কেট এলাকার পরিস্থিতি। ঢাকা কলেজের মূল ফটকের ভেতরে থাকা ছাত্রদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে ঢাকা কলেজের ভবনের ছাদ থেকে নিউ মার্কেটের দিকে ইট-পাটকেল ছুঁরতে দেখা গেছে শিক্ষার্থীদের। গত মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে এ ধাওয়া পাল্টাধাওয়া শুরু হয়।

Read More