Day: 12/04/2022

ইতিহাসবিশেষ সংকলন

রাজ তরঙ্গিনী (প্রথম পর্ব)

আদি মধ্যযুগের একমাত্র স্বীকৃত ধারাবাহিক ইতিহাসমূলক গ্রন্থ হলো ‘রাজ তরঙ্গিনী’। এই গ্রন্থটি রচনা করেছিলেন কাশ্মীরি পন্ডিত কলহন। কলহন নিজেকে ঐতিহাসিক বলে দাবি করেন নি। তিনি কবি হিসেবেই নিজেকে চিহ্নিত করেছেন। মূলত কবিতা রচনার প্রেরণা থেকেই তিনি কাশ্মীরের রাজনৈতিক ঘটনাবলী তুলে ধরেছিলেন। কলহন ছিলেন কাশ্মীরের রাজা হর্ষের মন্ত্রী চম্পকের পুত্র। রাজা হর্ষ ১১০১ খ্রীঃ সিংহাসনচ্যুত হলে, মন্ত্রী চম্পক তাঁর কর্ম হারান।

Read More