সংসদ, বায়োষ্কোপ কিংবা চিড়িয়াখানা
সে অনেক আগের কথা। খুব ছোট বেলায় বাবা-মা’র হাত ধরে একবার মিরপুর চিরিয়াখানায় গিয়েছিলাম। সকালে বের হয়ে চিড়িয়াখানা ঘুরে, সংসদ ভবন দেখে সন্ধ্যায় বাসায় ফিরেছি আমরা। আমার পরিবার মধ্যবিত্ত সমাজের বাসিন্দা। ভাই-বোন মিলে আমরা খুব দুষ্টামি, মারা-মারি আর কথা কাটা-কাটি করে কাটিয়ে দিতাম দিনের পর দিন। একদিন আমরাই ছড়িয়ে ছিটিয়ে গেছি হাজার হাজার মাইল দূরের চেনা-অচেনা দেশ থেকে দেশান্তরে।
Read More