Day: 06/04/2022

আন্তর্জাতিক

ইউক্রেনীয় শিশু ও যুদ্ধকালীন মানসিক আঘাত

ইউক্রেন থেকে পালিয়ে আসা বাচ্চাদের জন্য, যুদ্ধকালীন মানসিক আঘাত দীর্ঘস্থায়ী ক্ষত রেখে যেতে পারে তাদের কোমল মনে, ধারনা মনোরোগ বিশেষজ্ঞদের। স্বেচ্ছাসেবকরা অনলাইন কাউন্সেলিং, আর্ট থেরাপি, এবং বিশ লাখের ও অধিক ইউক্রেনীয় শিশু যারা এই যুদ্ধকালীন সময়ে উদ্বাস্তু হয়েছে তাদের মানুষিক চাপ উপশমের জন্য ছুটে এসেছে। যেখানে শিশুরা সাদা কাগজে বাবা-মা, বাড়ি এবং গাছ আঁকত, এখন তারা বোমা, ট্যাঙ্ক এবং অস্ত্র আঁকে।

Read More
বাংলাদেশ

শতবর্ষ পেরিয়ে সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়

শতবর্ষ পেরিয়ে ঐতিহ্যের ধারক সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় স্বমহিমায় দাঁড়িয়ে আছে। ১০৯ বছর যাবত্ জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে বিদ্যালয়টি। সাভারের জমিদার দানবীর রাখাল চন্দ্র সাহা ১৯১৩ সালের ১০ জানুয়ারি বিদ্যালয়টি স্থাপন করেন। শিক্ষার ছোঁয়া থেকে বঞ্চিত এ জনগোষ্ঠীকে শিক্ষার আলো দিতেই তিনি ১০ একর জমির ওপর শুরু করেন বিদ্যালয় স্থাপনের কাজ। এই স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে দানবীর রাখাল চন্দ্র সাহা সাভারে শিক্ষার আলোকবর্তিকা জ্বালান।

Read More