ইউক্রেনীয় শিশু ও যুদ্ধকালীন মানসিক আঘাত
ইউক্রেন থেকে পালিয়ে আসা বাচ্চাদের জন্য, যুদ্ধকালীন মানসিক আঘাত দীর্ঘস্থায়ী ক্ষত রেখে যেতে পারে তাদের কোমল মনে, ধারনা মনোরোগ বিশেষজ্ঞদের। স্বেচ্ছাসেবকরা অনলাইন কাউন্সেলিং, আর্ট থেরাপি, এবং বিশ লাখের ও অধিক ইউক্রেনীয় শিশু যারা এই যুদ্ধকালীন সময়ে উদ্বাস্তু হয়েছে তাদের মানুষিক চাপ উপশমের জন্য ছুটে এসেছে। যেখানে শিশুরা সাদা কাগজে বাবা-মা, বাড়ি এবং গাছ আঁকত, এখন তারা বোমা, ট্যাঙ্ক এবং অস্ত্র আঁকে।
Read More