Day: 05/04/2022

অভিজ্ঞতা

সখি ভালোবাসা কারে কয়

ফেবুর শুরুর দিকে আমার ষ্ট্যাটাস গুলো একটু বেশীই বড় হতো। যখন ডায়েরী লিখতাম তখনও কেন যেন কলমের লাগাম ছেড়ে দিয়ে ডায়েরীর পাতাময় দাপিয়ে বেড়াতাম। একসময় ভাবলাম, যে বন্ধুদের জন্য আমার লেখা। তারা মনে হয় আমার লেখা পড়ছে না। একদিন এক অল্প পরিচিতা বলেই ফেলল, “এই যে মিষ্টার, এতো বড় লিখেন কেন? পড়তে পড়তে জান বেরিয়ে যায়।” অল্প পরিচিতার এহেন কথায় আমি বিষম খেলাম।

Read More