বিবাহ সমাচারঃ প্রীতি মেয়ে
বিবাহ নিয়ে অনেক রকম ফ্যান্টাসিই কাজ করে মেয়েদের মনে। সেটাই স্বাভাবিক। একটা মেয়ে সমাজের আর দশটা মেয়ের তারকা খচিত হলুদ, জমকালো বিয়ে, ধুম ধাম বৌভাত, বিলাসী হানিমুন দেখেই বড় হয়। আর তখন তার অবচেতন মনেও জন্ম নেয় বিয়ে নিয়ে আকাশ কুসুম জল্পনা-কল্পনা। বিয়ে নিয়ে এহেন ভাবনা কিংবা কল্পনায় দোষের কিছু নেই। বিপত্তি তখনই ঘটে যখন অপর পক্ষ ও ঠিক তেমনটাই আশা করে। আজকের লাইফ ষ্টাইলে কন্যার মনের কথা মাথায় রেখেই কিছু টিপস নিয়ে হাজির হলাম অবিনাশে। আশা করি বিবাহ যোগ্য কন্যা সমাজ নিচের বিষয়গুলো মাথায় রেখেই জীবন সঙ্গিনীর সন্ধান করবেন।
১। বিয়ের জন্য রাজপুত্র চাওয়া দোষের কিছু না। সেটাই স্বাভাবিক কিন্তু রাজপুত্ররা যে রাজকন্যা চায় সেটাও মাথায় রাখলে ভাল করবেন।
২। বেশির ভাগ মেয়ে কিংবা মেয়ের পরিবার তাদের বিবাহ যোগ্যা কন্যার জন্য ১৮ বছরের কচি কিন্তু আর্থিক এবং সামাজিক ভাবে ষ্ট্যাবলিষ্ট ছেলে খুঁজেন যা বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনিতীবিদদের মুখে সত্য ভাষন আর সানী লিওনির ভার্জিন হবার মতই হাস্যকর।
৩। আপনারা পছন্দ করুন আর নাই করুন, বিয়ের ক্ষেত্রে মেয়েদের একধরনের এক্সপায়ারী ডেট আছে, আপনি যত সুন্দরীই হোন না কেন একটা বয়সের পর আপনার কাছাকাছি বয়সের কোন পুরুষ আপনাকে আর বিয়ে করতে চাইবে না।
৪। যদি কোন ছেলে আপনার শত ধরনের অত্যাচার হাসিমুখে সহ্য করে, তারমানে হয় সে একটা ছদ্মবেশী পাপোষ বা তার অন্য কোন ‘বৃহৎ’ মতলব আছে, সেটা আপনাকে বিছানায় নেয়া হতে পারে আবার আপনাকে বিয়ে করে শ্বশুড় বাড়ির টাকায় বড়লোক হওয়াও হতে পারে।
৫। আপনারা যতটুকু মনে করেন, ছেলেদের নেটওয়ার্ক তার চেয়ে অনেক বেশী বিস্তৃত। ভার্সিটি লাইফে কারো সাথে লটর-পটর করেছেন? দেখবেন আপনার বিয়ের সময় সেই ইতিহাস আবার মাথা চাড়া দিতে পারে, আর বিয়ের সময় না দিলেও বিয়ের পর যে দেবেনা এমন কোন কথা কি কোথাও লেখা আছে? আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, লটর-পটর করা কোন মেয়েকে কোন ছেলে তার আত্মীয়দের জন্য সাধারনতঃ রেফার করেনা।
লাইফ হ্যাকিং আরো বেশ কিছু টিপস্ –
- দেহ জ্ঞান তত্ত
- হৃদয়ে গন্ডগোল
- অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার
- পুরুষ ও নারী নিয়ে এক ডজন মজারু
- ব্যর্থ প্রেম থেকে উত্তরনের সফল কিছু টিপস
৬। ছেলেরা গার্লফ্রেন্ড বানায় হার্ডওয়ার দেখে আর বৌ আনে সফটওয়ার দেখে, ব্যাপারটা মনে রাখলে ভাল করবেন।
৭। যে সব পুরুষ আপনাকে নিয়ে কুমতলব পাকাচ্ছে না, তারা সাধারনতঃ তাকাবে আপনার চোখের দিকে, সরাসরি।
৮। পুরুষ মাঝ বয়সী বা বৃদ্ধ বলে নিরাপত্তা হাল্কা করবেন না, অনেক সময় যুবকদের চেয়ে এরা অনেক বেশী হারামী হয়।
৯। বিয়ের আগে বিছানায় যাওয়া মেয়েদের পুরুষেরা স্ত্রী হিসেবে কখনোই ভরসা করতে পারেনা, প্রথমতঃ তাদের বিয়েই করতে চায়না আর করলেও চিন্তা করে – আমার সাথে বিছানায় গেছে, আর কার কার সাথে গেছে কে জানে, অন্য কারো সাথে যাবে কিনা, তাইবা কে জানে!
১০। কারো সাথে সেইরাম ‘ভিডিও’ করলে সেটা অবশ্যই ফাস হবে, কোথায় হবে, কবে হবে, সেটা আলাদা প্রশ্ন মাত্র।
১১। সব পুরুষের ক্ষেত্রে এক ফর্মূলা কাজ করেনা, কেউ ধমক মানে আর কেউ অনুরোধ।
১২। মমত্ববোধ মেয়েদের একমাত্র বৈশিষ্ট্য যার সামনে পুরুষ মাত্রেই মাথা নত করে।
উপরক্ত বিষয়গুলো একান্তই আমার কিংবা আমার চার পাশের মানুষগুলোর চিন্তার ফসল। সবাই এক রকম না। কোন বিষয় কারো সাথে মিলে গেলে সেটা কাকতালিয় ব্যপার মাত্র।
০৭/০৬/২০২২, ০৯.০০ AM