আইন ও আদালতবাংলাদেশ

পুলিশ বিনা কারনে আঘাত করলে, নাগরিকের করণীয়

স্বাধীন দেশের নাগরিক হিসেবে আপনার স্বাধীনভাবে চলা ফেরার স্বাধীনতা কিন্তু আপনার – আমার – সকলেরই রয়েছে। কিন্তু এই স্বাধীনভাবে চলাচল করতে গিয়ে চলার পথে কখনো যদি পুলিশের জেরার মুখে পড়েন এবং এই নিরাপত্তা বাহিনীকতৃক আপনি যদি কখনো কোন প্রকার শারীরিক কিংবা মানুষিক হয়রানী কিংবা লাঞ্ছনার স্বীকার হন তবে দেশের প্রচলিত আইন ও আদালত রয়েছে আপনার পাশে। এই ব্যপারে আমরা অনেকেই হয়তো জানি না। আমরা মনে করি, পোশাকধারী পুলিশ যা খুশি তাই করতে পারবেন। কিন্তু না, তারা আইনের লোক হলেও আইনের উর্ধে নন। তাই আসুন জেনে নেই – পুলিশ যদি বিনা কারনে কোন নাগরীকের গায়ে হাত তোলে, সেক্ষেত্রে নাগরিকের করণীয় কী? আইন কী বলে?

১. পুলিশের কারণে হোক বা অকারণে হোক গায়ে হাত তোলার কোন আইনগত অধিকার নেই।

২. যদি এমন অপ্রিতিকর ঘটনা ঘটে আর আপনি যদি সত্যিই প্রতিকার চান তবে বিজ্ঞ আদালতের আশ্রয় নিতে পারেন। সেখানে বিচারের জন্য আপনি জুডিশিয়াল এনকোয়ারী চাইতে পারেন। এনকোয়ারীতে অভিযোগ প্রাথমিক ভাবে প্রমাণিত হ’লে, অপরাধী ট্রায়াল ফেস করবেন। সাক্ষ্য-প্রমানে বিজ্ঞ আদালতে দোষী প্রমাণিত হ’লে দন্ড হবে। এরপর পর্যায়ক্রমিক আপিল হয়ে সাজা বহাল থাকতে পারে নাও থাকতে পারে।

৩। সাজা বহাল থাকলে অপরাধী চাকরী হারাবে। তবে মামলা চলাকালিন তিনি সাময়িক বরখাস্ত হবেন। আর মামলায় বেকসুর খালাস হ’লে তিনি আবার চাকুরীতে পুনরায় বহাল হবেন।


আইন সম্পর্কে আরো লেখা পড়ুন –


৪। অপর দিকে আপনার সাথে কোন্ অন্যায় হলে, আপনি সমস্ত ঘটনা লিখে অ্যাডিশনাল ডিআইজি (ডি এন্ড পি এস), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ৬, ফনিক্স রোড, ঢাকা – ১০০০, এই ঠিকানায় লিখিত অভিযোগ পাঠাতে পারেন।

এটা ডিপার্টমেন্টাল সকল অনিয়ম দুর্নীতির স্বতন্ত্র তদন্ত ইউনিট। লিখিত অভিযোগ ডাকযোগে পাঠালে সেখানে অভিযোগকারীর পুর্ন নাম, স্বাক্ষর, পূর্নাঙ্গ ঠিকানা, ফোন অথবা মোবাইল নম্বর থাকতে হবে। একটা স্ক্যান কপি addldigdp@police.gov.bd এই ইমেইল এ্যাড্রেসে মেইলও করতে পারেন।

তবে মনে রাখবেন, আপনার সাথে যা যা ঘটেছে তাই তাই বিস্তারিত লিখবেন। কোন প্রকার মিথ্যার আশ্রয় নিবেন না। সম্ভব হলে ঘটনার অডিও রেকর্ড, ভিডিও ফুটেজ, ছবি, সাক্ষীর সাক্ষ্য প্রমান সহ (সাক্ষীর নাম, ঠিকানা, মোবাইল নম্বর সহ) লিখিত অভিযোগ দায়ের করবেন। মনে রাখবেন, আপনি কারো বিরুদ্ধে অভিযোগ আনলে, সেই অভিযোগ প্রমানের দায়িত্ব আপনার উপরেই বর্তাবে।

৩০/০৪/২০২২, ১০.০০ AM

N-Desk

ন্যাশনাল ডেস্ক যা কোথাও কোথাও N-Desk নামেও পরিচিত। এই ডেস্ক থেকে অবিনশ ব্লগে বাংলাদেশের চলমান ঘটনা তুলে এনে পেশ করা হয়ে থাকে। আপনিও চাইলে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে আমাদের লিখে পাঠাতে পারেন সম্প্রতি ঘটে যাওয়া যে কোন তথ্য কিংবা ঘটনা সম্পর্কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *