বিনোদন

কেকে’র অকাল প্রয়ানঃ শোকে স্তব্ধ সঙ্গীত জগৎ

সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে-র অকাল প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গিতাঙ্গন। এবার গায়কের মৃত্যুতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করল নিউ মার্কেট থানার পুলিশ। তাঁর মৃত্যু কি স্বাভাবিক না কি অন্য কোনও রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, কেকে কলকাতা এসে নিউ মার্কেট থানা এলাকার একটি পাঁচতারা হোটেলে উঠেছিলেন। মঙ্গলবার রাতে নজরুল মঞ্চে শোয়ের শেষে সেই হোটেলে ফিরে আসেন। তার পরই শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। এরপর দক্ষিণ কলকাতার সিএমআরআই হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বিখ্যাত এই গায়ক ছুঁতেন না মদ-সিগারেট। স্বাস্থ্যকর জীবনযাপনের পরেও হঠাৎ মৃত্যু মেনে নেয়া যায় না। ফিট থাকার জন্য মশলাদার খাবার থেকে দূরেই থাকতেন কেকে। স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি, কেকে প্রচণ্ডভাবে যোগব্যায়াম এবং ওয়ার্কআউট করতেন। এ ছাড়া মদ্যপান ও ধূমপানের সঙ্গেও তাঁর কোনও সম্পর্ক ছিল না। আর সেই কারণেই পঞ্চাশোর্ধ্ব হলেও তাঁর ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো কোনও সমস্যা ছিল না। তাই তাঁর মৃত্যু সবার কাছেই বড় ধাক্কা। 

কলকাতার নজরুল মঞ্চে দুর্দান্ত লাইভ পারফরম্যান্স চলছিল কেকে-র। তাঁর অনুষ্ঠান উপভোগ করছিলেন দর্শকরা। কিন্তু কেউ কি জানতেন সেটাই হতে চলেছে তাঁর জীবনের শেষ শো। প্রাথমিক তদন্তে কেকে-র মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক বলা হয়েছে। কিন্তু অল্প বয়সে হার্ট অ্যাটাকের কারণ কী? জানা গেছে কেকে খুবই স্বাস্থ্যকর জীবনযাপন করতেন। কেকে ছিলেন একজন পারিবারিক মানুষ। গান গাওয়ার পাশাপাশি তাঁর ফিটনেসও মানুষকে অনুপ্রাণিত করেছে। চলচ্চিত্রে গান গাওয়ার পাশাপাশি, তিনি টিভি শো ফেম গুরুকুল, ইন্ডিয়ান আইডল জুনিয়র সিজন ২ এবং কোক স্টুডিওতেও অংশ নিয়েছিলেন।

KK 03

তাঁর প্রিয় শহর কলকাতা, তাঁকে চোখের জলে বিদায় জানিয়েছে। কিন্তু মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত তিলোত্তমাকে তাড়া করে গেল নজরুল মঞ্চের অনুষ্ঠানের পর গায়ক কেকে-এর মৃত্যু ঘিরে তৈরি হওয়া নানা বিতর্ক। মঙ্গলবার রাত থেকে অভিযোগ ওঠে, নজরুল মঞ্চের মধ্যে কলেজ ফেস্টের অনুষ্ঠান করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন কেকে। নেট মাধ্যমে ভাইরাল হয় সেই ভিডিও। প্রায় দু ঘণ্টা অনুষ্ঠান করে সুস্থ অবস্থাতেই নজরুল মঞ্চ থেকে বেরিয়ে হোটেলে ফিরেছিলেন কেকে। এমনকী, অনুষ্ঠান চলাকালীন তাঁর মধ্যে অসুস্থতার কোনও লক্ষণ দেখা যায়নি বলে জানা যায়।

দিনভরই নানা সময়, নানা মহল থেকে এই ঘটনায় উদ্যোক্তাদের কাঠগড়ায় তোলা হয়েছে। গতকাল পর্যন্ত হাসতে হাসতে গান গেয়ে, তারপর হঠাৎই সবাইকে কাঁদিয়ে পৃথিবী ছেড়ে চলে গেলেন সঙ্গীত শিল্পী কেকে। তাঁর প্রয়াণে মর্মাহত শিল্পীমহল ও ভক্তকূল। হৃদরোগে আক্রান্ত হয়ে কেকে-র এই অকাল প্রয়াণ অনেকের মনেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে। অবিনাশের পক্ষ থেকে চিরনিদ্রায় শায়িত কেকে এর প্রতি বিনম্র শ্রদ্ধা ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

০১/০৬/২০২২, ১১.৩৫ PM

I-Desk

ইন্টারন্যাশনাল ডেস্ক যা কোথাও কোথাও I-Desk নামেও পরিচিত। এই ডেস্ক থেকে অবিনশ ব্লগে বিশ্বের চলমান ঘটনা তুলে এনে পেশ করা হয়ে থাকে। আপনিও চাইলে বিশ্বের যে কোন প্রান্ত থেকে আমাদের লিখে পাঠাতে পারেন সম্প্রতি ঘটে যাওয়া যে কোন তথ্য কিংবা ঘটনা সম্পর্কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *