দাড়ি বিহীন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
চরিত্রহীন উপন্যাস বেরোনোর সঙ্গে সঙ্গে চারদিকে ছড়িয়ে পড়ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামডাক। আলোচনা-সমালোচনায় তিনি তুঙ্গে। সবখানেই বইটির দারুণ কাটতি। প্রকাশকেরা তাঁর বাড়িতে হানা দিতে লাগলেন, এমন বই-ই চাই। এমন সময় দেখা গেল শরৎচন্দ্রের আরেকটি নতুন উপন্যাস বেরিয়েছে — চাঁদমুখ। তাঁর পরিচিত প্রকাশকেরা এবার খেপলেন, খেপলেন বন্ধুবান্ধবও। কাউকে না জানিয়েই আরেকটি বই প্রকাশ করে ফেললেন শরৎবাবু! চরিত্রহীন-এর মতো এ বইও খুব বিক্রি হচ্ছে।
Read More