Day: 12/09/2022

ব্যক্তিগত

জীবন ফুরালো নাকি

আমি একজন ভালো শ্রোতা। তবে আমার শ্রোতা কেউ নেই। সার্থপরতা আর কি! দীর্ঘ পথচলা থেকে এ অভিজ্ঞতা আমার। আমি সবার দুঃসময়ের জন্য। আর আমার বেলায় সবাই আমার সু-সময়ের জন্য। আমার ভেতর অনেক থু থু জমে আছে। ইচ্ছে করে সব গুলো থু থুই ছুঁড়ে দেই। কিন্তু যেদিকেই ফেলিনা কেনো আমার উপরেই এসে পড়বে। আর্থাৎ আমার কষ্ট, অভিমান আমার উপরেই এসে পড়বে।

Read More