ফজলুর রহমান বাবু
– “মুরুব্বী, মনডা একটু শক্ত করেন!”
যাকে উদ্দেশ্য করে এই সংলাপটি বলা হয়েছিল, সেই মানুষটা এই সংলাপ শোনার এক সেকেন্ডের মাথায় শক্ত হয়ে গেলেন। তার চোখের আর মুখের এক্সপেরেশন মুহূর্তে বদলে গেল। এই একটি লাইন শুনেই তিনি বুঝে গেলেন- খারাপ একটি সংবাদ অপেক্ষা করছে তার জন্য, এতটাই খারাপ যে তার শক্ত মনটাকে আরও শক্ত করে ফেলতে হবে।