কোরবানীর ঈদ ও খাবার স্যালাইন
ভাইরে, ঈদ শেষ। গরম বাড়িয়া গিয়াছে। চারিদিকে অসুখ হইবার সম্ভাবনা। এমনিতেই দেশের মানুষ কোরবানির গরুর মাংস খাইয়া পেট খারাপে আক্রান্ত। এর পরেও যদি জ্বরে পরেন তাহা হইলে ঈদের ঘুরাঘুরিই মাটি। সুতরাং সাবধান হউন। উপদেশ নিন। জানিয়া রাখুন বাংলাদেশে থাকিলে কি কি উপায়ে আপনার দেহে ব্যাকটেরিয়া বা ভাইরাস ছড়াইতে পারে।
পাবলিক টয়লেট – ইহার দরজার হাতল ও টয়লেট সীটে ই-কোলি সহ অন্যান্য জীবানু থাকিতে পারে।