বউ নাকি মা
– হুজুর! “বউ হারালে একশ টা বউ পাওয়া যাবে, কিন্তু মা হারালে আর পাওয়া যাবে না”- কথাটি কতটুকু সঠিক?
~ কথাটি বাহ্যিক ভাবে খুবই সঠিক মনে হলেও এরকম বলা অত্যন্ত খারাপ এবং শয়তানী মস্তিষ্ক প্রসূত।তোমার স্ত্রী কিন্তু তোমার সন্তানের মা। সুতরাং, প্রত্যেক স্ত্রীর ভেতরেই একজন মা লুকিয়ে থাকেন। আরেকটা কথা, মায়ের প্রয়োজনীয়তা পূরণে অনেক সময় তোমার আরো ভাই-বোন আছেন।