Day: 08/06/2022

লাইফষ্টাইল

ফেসবুকিয় লাইফ

ফেইসবুকে পরিচয়। ১৫ দিনের চ্যাট। এক মাস এখানে ওখানে ঘুরোঘুরি। এরপর একটা মানুষের সাথে জীবন কাটানোর উদ্দেশ্যে আগামী ৫ বছর প্রেম করার সিদ্ধান্ত নিয়ে নিলে। লাইফটা কি এত্ত সহজ? সকালে প্রেমিকার ভালোবাসার মেসেজ দেখেই খুশী হয়ে গেলে। কিন্তু বিয়ের পরে সকালের নাস্তাটা কে বানাবে সেটা কি একবার ও জিজ্ঞেস করেছ? সকালে অফিসে যাওয়ার আগে তোমার নাস্তার দরকার, মেসেজ না। মেয়েটা কথা বার্তায় হাসিখুশী।

Read More