Day: 19/04/2022

ব্যক্তিগত

স্বপ্নের রাজকন্যা ও আংটি কাহিনী

আমি তখন প্রবাসী। অস্ট্রেলিয়ায় থাকি। পড়া-লেখা শেষ। ফুল টাইম জব করি, খাই, দাই আর ঘুমাই। আমার কোন মেয়ে বান্ধবী কিংবা গার্ল ফ্রেন্ড এসব কিছুই নাই। একলা মানুষ। দিনের বেলা কাজে ব্যস্ত থাকলেও রাত কাটতো না। কারন ঐ একটাই, আমার রুমমেট সহ যেদিকেই তাকাই সবারই কথা বলার জন্য পছন্দের মানুষ কিংবা প্রেমিকা বা ঐ জাতীয় কেউ আছে। কিন্তু আমার কেউ নাই।

Read More
আইন ও আদালতবাংলাদেশ

বাংলাদেশের আইন ব্যবস্থা

জাতি হিসাবে যদি সৎ হতাম তাহলে প্রচলিত আইন ব্যবস্থা থেকেই আমরা অনেক উপকৃত হতাম। বাংলাদেশ সরকার নারী ও শিশু নির্যাতন দমন আইন নাম একটি চমৎকার আইন প্রবর্তন করেছিলেন। কিন্তু বাংলাদেশের মেয়েরা এই আইনের এত অপব্যবহার করেছে যে কোর্ট এখন সত্যিকার কেস ও বিশ্বাস করে উঠতে পারেন না। কেবলমাত্র কিছু বানোয়াট উপাদানের কারণে কত সত্যিকার নারী শিশু কেস যে হেরে যেতে দেখেছি তার কোনো লেখা-জোখা নেই।

Read More