হিজড়া সমস্যাঃ প্রেক্ষাপট বাংলাদেশ
দুজন হিজড়া ছিল। বাচ্চা কোলে নিয়ে আর দিবেনা, টাকা দিতে হবে। মা পঞ্চাশ টাকা বের করে দিল। কিন্তু তাদের দাবী পাঁচশ টাকা। বাচ্চাকে নিয়ে যেই দৌড় দিতে লাগলো, অসহায় মা অবশেষে পাঁচশ টাকা দিতে রাজি হল। টাকা দিয়েই দিবে, এর মাঝে আমরা কয়েকজন গিয়ে থামিয়ে দিলাম। এক জনের হাতে লাঠি। ধমক দিয়ে তাদের তাড়িয়ে দেওয়া হল। গালি আর তালি দিতে দিতে চলে গেল।
Read More