লাইফষ্টাইল

বিবাহ সমাচার: মেয়েদের প্রতি

১। বিয়ের জন্য রাজপুত্র চাওয়া দোষের কিছু না, সেটাই স্বাভাবিক কিন্তু রাজপুত্ররা যে রাজকন্যা চায় সেটাও মাথায় রাখলে ভাল করবেন।
২। বেশির ভাগ মেয়ে কিংবা মেয়ের পরিবার তাদের বিবাহ যোগ্যা কন্যার জন্য ১৮ বছরের কচি কিন্তু আর্থিক এবং সামাজিক ভাবে ষ্ট্যাবলিষ্ট ছেলে খুঁজেন যা বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনিতীবিদদের মুখে সত্য ভাষন আর সানী লিওনির ভার্জিন হবার মতই হাস্যকর। 
৩। আপনারা পছন্দ করুন আর নাই করুন, বিয়ের ক্ষেত্রে মেয়েদের একধরনের এক্সপায়ারী ডেট আছে, আপনি যত সুন্দরীই হোন না কেন একটা বয়সের পর আপনার কাছাকাছি বয়সের কোন পুরুষ আপনাকে আর বিয়ে করতে চাইবে না।
৪। যদি কোন ছেলে আপনার শত ধরনের অত্যাচার হাসিমুখে সহ্য করে, তারমানে হয় সে একটা ছদ্মবেশী পাপোষ বা তার অন্য কোন ‘বৃহৎ’ মতলব আছে, সেটা আপনাকে বিছানায় নেয়া হতে পারে আবার আপনাকে বিয়ে করে শ্বশুড় বাড়ির টাকায় বড়লোক হওয়াও হতে পারে। 
৫। আপনারা যতটুকু মনে করেন, ছেলেদের নেটওয়ার্ক তার চেয়ে অনেক বেশী বিস্তৃত। ভার্সিটি লাইফে কারো সাথে লটর-পটর করেছেন? দেখবেন আপনার বিয়ের সময় সেই ইতিহাস আবার মাথা চাড়া দিতে পারে, আর বিয়ের সময় না দিলেও বিয়ের পর যে দেবেনা এমন কোন কথা কি কোথাও লেখা আছে? আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, লটর-পটর করা কোন মেয়েকে কোন ছেলে তার আত্মীয়দের জন্য সাধারনতঃ রেফার করেনা।


লাইফ হ্যাকিং আরো বেশ কিছু টিপস্‌ –


৬। ছেলেরা গার্লফ্রেন্ড বানায় হার্ডওয়ার দেখে আর বৌ আনে সফটওয়ার দেখে, ব্যাপারটা মনে রাখলে ভাল করবেন।
৭। যে সব পুরুষ আপনাকে নিয়ে কুমতলব পাকাচ্ছে না, তারা সাধারনতঃ তাকাবে আপনার চোখের দিকে, সরাসরি।
৮। পুরুষ মাঝ বয়সী বা বৃদ্ধ বলে নিরাপত্তা হাল্কা করবেন না, অনেক সময় যুবকদের চেয়ে এরা অনেক বেশী হারামী হয়।
৯। বিয়ের আগে বিছানায় যাওয়া মেয়েদের পুরুষেরা স্ত্রী হিসেবে কখনোই ভরসা করতে পারেনা, প্রথমতঃ তাদের বিয়েই করতে চায়না আর করলেও চিন্তা করে – আমার সাথে বিছানায় গেছে, আর কার কার সাথে গেছে কে জানে, অন্য কারো সাথে যাবে কিনা, তাইবা কে জানে!
১০। কারো সাথে সেইরাম ‘ভিডিও’ করলে সেটা অবশ্যই ফাস হবে, কোথায় হবে, কবে হবে, সেটা আলাদা প্রশ্ন মাত্র।
১১। সব পুরুষের ক্ষেত্রে এক ফর্মূলা কাজ করেনা, কেউ ধমক মানে আর কেউ অনুরোধ।
১২। মমত্ববোধ মেয়েদের একমাত্র বৈশিষ্ট্য যার সামনে পুরুষ মাত্রেই মাথা নত করে।

২১/০৬/২০২২, ১০.০০ AM

Kazi Wasimul Haque

পেশায় আইনজীবি। কোর্ট প্র্যাক্টিসের পাশাপাশি আইনের বিভিন্ন দিক নিয়ে লিখতে ভালোবাসি। আমি কাজী ওয়াসীমুল হক, বর্তমানে সুপ্রিম কোর্ট এ প্র্যাক্টিস করছি। সেই সাথে আমি ওয়াসীমুল হক এন্ড অ্যাসোসিয়েটস্‌ এর প্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *