বিনোদন

পুত্রসন্তানের বাবা হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ

পুত্রসন্তানের বাবা হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। বাবা হয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক সিয়াম আহমেদ। আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী ফুটফুটে এক পুত্রসন্তান জন্ম দিয়েছেন। নায়ক সিয়াম উচ্ছ্বাস নিয়ে বলেন, ‘আমি বাবা হয়েছি। মা ও সন্তান দুজনই সুস্থ আছে। এর চাইতে আর ভালো লাগা কী হতে পারে। দুই পরিবারের সবাই খুশি আমরা।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবি
সিয়ামের বাবা হবার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয় যে ছবির মাধ্যমে

গত বছরের ২৬ ডিসেম্বর এই নায়ক তাঁর জীবনের একটি সুখবর ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছিলেন। সেই সময় তিনি ফেসবুকের পোস্টে জানিয়েছিলেন, তাঁর পরিবারের সদস্য বাড়ছে। তিনি বাবা হতে যাচ্ছেন। ফেসবুকে সুখবরটি জানিয়ে সিয়াম ক্যাপশনে লিখেছিলেন, ‘১০টি ছোট হাতের আঙুল, ১০টি ছোট পায়ের আঙুল, ভালোবাসা ও আশীর্বাদের সঙ্গে আমাদের পরিবার বড় হয়। এই মূল্যবান আত্মা, খুব মিষ্টি আর নতুন, এই ছোট্ট জীবন, একটি স্বপ্ন বাস্তব হচ্ছে। আলহামদুলিল্লাহ।’ ২০১৮ সালের ১৬ই ডিসেম্বর দীর্ঘদিনের ভালোবাসার মানুষকে বিয়ে করেন চিত্রনায়ক সিয়াম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবি ২

আসছে ঈদুল ফিতরে তাঁর ‘শান’ ছবিটি দেশ ও দেশের বাইরে মুক্তি পাচ্ছে। ২৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে সিয়ামের ‘মৃধা বনাম মৃধা’ ছবিটি। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘অপারেশন সুন্দরবন’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘স্বপ্নবাজী’ সিনেমাগুলো। এ ছাড়া তাঁর হাতে আছে ‘ইত্তেফাক’, ‘দামাল’, ‘বঙ্গবন্ধু’, ‘বায়োপিক’-এর মতো আলোচিত সিনেমার কাজ। বইনাশের পক্ষ থেকে চিত্রনায়ক সিয়ামকে অনেক অনেক শুভেচ্ছা।

২৬/০৪/২০২২, ১১.২৫ PM

N-Desk

ন্যাশনাল ডেস্ক যা কোথাও কোথাও N-Desk নামেও পরিচিত। এই ডেস্ক থেকে অবিনশ ব্লগে বাংলাদেশের চলমান ঘটনা তুলে এনে পেশ করা হয়ে থাকে। আপনিও চাইলে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে আমাদের লিখে পাঠাতে পারেন সম্প্রতি ঘটে যাওয়া যে কোন তথ্য কিংবা ঘটনা সম্পর্কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *