গণপরিবহন সংকট, গুনতে হচ্ছে বাড়তি ভাড়া
রাজধানীতে গণপরিবহনের তীব্র সংকট তৈরি হয়েছে। বাসের জন্য যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। সেই সঙ্গে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। গতকাল শুক্রবার সারা দিনই ঢাকায় গণপরিবহন–সংকট দেখা যায়। কারওয়ান বাজারে মালামাল বিক্রি শেষে বাসায় ফিরছিলেন মিরপুর মাজার রোড এলাকার বাসিন্দা মো. শোভন উদ্দিন। কারওয়ান বাজারে বাস না পেয়ে তিনি ফার্মগেট যান। সেখানে এক ঘণ্টার মতো অপেক্ষা করেও বাস পাননি তিনি। এরপর বেলা ১১টার দিকে গাবতলীতে গরু আনতে যাওয়া একটি পিকআপে ওঠেন ফার্মগেট থেকে।
শোভন উদ্দিন সকালে প্রথম আলোকে বলেন, ‘ফার্মগেটে এক ঘণ্টা বাসের জন্য অপেক্ষা করেছি। যে দু-একটা বাস আসছে, থামছে না। তাই বাধ্য হয়ে গরু আনতে যাওয়া পিকআপে উঠলাম।’ সেই পিকআপে ফার্মগেট থেকে মোট ১৬ জন যাত্রী ওঠেন। তাঁরা প্রত্যেকে ফার্মগেট থেকে গাবতলী যাওয়ার জন্য ৫০ টাকা করে দেন। ফার্মগেটে বাসের জন্য আধা ঘণ্টা অপেক্ষা করে সিএনজিচালিত অটোরিকশার খোঁজ করেন মো. রাকিবুল ইসলাম। তাঁরা যাবেন গাবতলী। সেখান থেকে সিরাজগঞ্জ। সিএনজিচালক ফার্মগেট থেকে গাবতলী যাওয়ার জন্য ভাড়া চান ৪০০ টাকা। পরে তাঁরা আর সিএনজির খোঁজ করেননি। এত ভাড়া কেন, জানতে চাইলে সেই সিএনজিচালক প্রথম আলোকে বলেন, ‘শ্যামলীর পর থেকে তীব্র যানজট। তাই বেশি চেয়েছি।’
গাবতলী গরুর হাট ও গাবতলী বাস টার্মিনালে মানুষের ঢলের কারণে শ্যামলী থেকে আমিনবাজার পর্যন্ত তীব্র যানজট রয়েছে। আজ বিকেলে চিটাগাং রোডে আত্মীয়ের বাসায় যাওয়ার জন্য টেকনিক্যাল মোড়ে এক ঘণ্টার বেশি সময় অপেক্ষা করছিলেন মিরপুর আনসার ক্যাম্প এলাকার কামরুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, ‘একটি বাস পেয়েছিলাম। ভাড়া চেয়েছিল ১০০ টাকা। অথচ আমি এই রাস্তা সব সময় ৪০ টাকা করে যাই। বাড়তি ভাড়া চাওয়ায় ওই বাসে উঠিনি। এখন তো আর বাসই পাচ্ছি না।’ ঢাকা সিটির ভেতরে চলাচলকারী অনেক পরিবহন ঈদে ঘরমুখী মানুষদের নিয়ে ঢাকার বাইরে যেতে দেখা গেছে।
০৯/০৭/২০২২, ১১.০০ AM